বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার মূল সেতু পরিদর্শনে পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২, ০৩:৩৭

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার মূল সেতু পরিদর্শনে পুতিন

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ স্থাপনকারী ব্রিজ ক্রিমিয়া সেতু পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার পুতিন এটি পরিদর্শনে যান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেতুটির মেরামতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন পুতিন।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের প্রকাশিত ছবিতে পুতিনকে সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে। একটি ভিডিওতে পুতিনকে সেতুতে হাঁটতে দেখা গেছে।

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া সংযোগ সেতুতে গত ৮ অক্টোবর স্থানীয় সময় ভোরে প্রচণ্ড বিস্ফোরণ হয়। এতে সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।



বিষয়: পুতিন


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top