ডিসেম্বরের শেষে আলোচনায় বসবেন পুতিন-জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৫:১৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২২ সালের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। ডিসেম্বরের শেষের দিকে তাদের মধ্যে এ বৈঠক হবে।
রাশিয়ার গণমাধ্যম ভেদোমোস্তি মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি জানায়।
রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ‘পুতিন-জিনপিংয়ের বৈঠকের সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আরও পরে।’
তবে পরিচয় গোপন রাখার শর্তে রাশিয়ান প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, পুতিন-জিনপিংয়ের মধ্যে মুখোমুখি বৈঠক হবে এমন কোনো সম্ভাবনা নেই।
এদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এর ঠিক আগে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয় শীতকালীন অলিম্পিকের আসর। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ও জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে সে সময় বেইজিংয়ে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে পুতিন এবং জিনপিং একসঙ্গে ঘোষণা দেন চীন-রাশিয়ার মধ্যে থাকবে ‘সীমাহীন বন্ধুত্ব।’
বিষয়: পুতিন প্রেসিডেন্ট শি জিনপিং
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।