করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিল চীন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২১, ০০:২৩
রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ওষুধ প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি টিকা সাধারণ জনগণের মধ্যে ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চীনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সিনোফার্মের তৈরি এই টিকার কার্যকারিতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করেনি চীন। তবে এটির উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইন্সটিটিউট (সিনোফার্মের সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের একটি শাখা) বুধবার (৩০ ডিসেম্বর) জানিয়েছিল, তাদের এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৭৯.৩৪ শতাংশ কার্যকর।
রয়টার্সের প্রকাশিত তথ্যমতে, শীত মৌসুমে এ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার মুখে দ্রুত এই পদক্ষেপ নিল দেশটির সরকার।
এর আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমবারের মতো চীনের এ টিকা নিজ দেশে ব্যবহারের অনুমোদন দেয়।
প্রসঙ্গত, চীন শর্তসাপেক্ষে সাধারণ মানুষের ওপর সিনোফার্মের তৈরি করা করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।