শীতের শুরুতেই দুবাইয়ে ভারি বৃষ্টি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ০৩:০৬
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রধান বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) এ বৃষ্টিপাতের ঘটনা ঘটে। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটোরোলজি (এনসিএম) বলে, আমিরাতের বিভিন্ন এলাকার আকাশে জলকণাবাহী মেঘের পরিমাণ বাড়বে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত দেশজুড়ে এমন আবহাওয়া বিরাজ থাকবে ও বুধবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন এলাকায় থেমে থেমে বর্ষণ অব্যাহত থাকবে।
এনসিএম আরও জানায়, উপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও জোর সম্ভাবনা আছে। এরই মধ্যে সোমবার ভোরে দুবাই ও আমিরাতের রাজধানী আবুধাবির আল ধাফরা ও ঘানতুত অঞ্চলে একদফা ভারি বৃষ্টি হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমলেও, এখনো মেঘলা আবহাওয়া বিরাজ করছে দেশটির অধিকাংশ অঞ্চলে। অতি বর্ষণের আশঙ্কায় এরই মধ্যে আমিরাতের পশ্চিমাঞ্চলে হলুদ সতর্ক সংকেত জারি করেছে সরকার।
আবহাওয়া দপ্তরের তথ্য থেকে জানা যায়, সোমবার বৃষ্টির পর থেকে আমিরাতের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: দুবাই শীত ভারি বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।