কম্বোডিয়ায় ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে নিহত ১০
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০৬:১৩
কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পোয়েপেটে একটি হোটেল-ক্যাসিনো ভবনে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।
কম্বোডিয়ান পুলিশের একটি রিপোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বুধবার (২৮ ডিসেম্বর) আনুমানিক সাড়ে ১১টায় দেশটির থাইল্যান্ডের সঙ্গে লাগোয়া সীমান্তে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগে।
সংবাদমাধ্যম নমপেন পোস্টের তথ্য অনুযায়ী, পোয়েপেট নগর প্রশাসনের প্রধান এনহেম ফোয়েং বলেন, বৃহস্পতিবার সকালের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। ক্যাসিনোতে বেশিরভাগ কম্বোডিয়ান ও থাই কর্মচারী মারা গেছেন।
এ ছাড়া আহতদের থাইল্যান্ডের পার্শ্ববর্তী সা কাইও প্রদেশের অরণ্যপ্রথেত শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র : আলজাজিরা
বিষয়: কম্বোডিয়া ক্যাসিনো অগ্নিকাণ্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।