ট্রাম্পের ভেটোয় জল ঢেলে সিনেটে প্রতিরক্ষা বিল পাস
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১, ২১:৪২
বিরল ঘটনার সাক্ষী হলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ উল্টে দিয়েছে ট্রাম্পের ভেটো দেওয়া প্রতিরক্ষা বিল।
শুক্রবার (১ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় বিলটির পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্কের পর তা ৮১-১৩ ভোট পাস করাতে সক্ষম হয় সিনেট।
বিদায়ের ঠিক আগ মুহূর্তে নিজ দলের সিনেটরদের কাছে বড় ধরনের ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তার দেয়া ভেটো উপেক্ষা করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
আল-জাজিরা ও বিবিসি'র প্রতিবেদন সূত্রে জানা যায়, শুক্রবার (১ জানুয়ারি) তর্ক-বিতর্ক শুরুর আগে বিলটি পাস করাতে শক্ত অবস্থানে ছিলেন সিনেট নেতা মিচ ম্যাককনেল।
মিচ ম্যাককনেল বলেন, অনেক চেষ্টার পর আমরা বিলটি পাস করতে পেরেছি। জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের ৬০ বছর পূর্তির আগেই তা সম্পন্ন করা গেছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।