বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের ৫০ বছর পূর্তি
৩ দিনের সফরে বাংলাদেশে বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩, ১২:১১
তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন দাতা সংস্থা বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।
ঢাকাস্থ বিশ্বব্যাংক কার্যালয় জানিয়েছে, শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছান তিনি।
বাংলাদেশে এটিই ভ্যান ট্রটসেনবার্গের প্রথম আনুষ্ঠানিক সফর। তার সঙ্গে আছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
আরোও পড়ুন : সশরীরে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিশ্বব্যাংকের এমডি বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল রোববার (২২ জানুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।
বিষয়: বাংলাদেশ বিশ্বব্যাংক ব্যবস্থাপনা পরিচালক সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা newsflash71 Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।