ওমানে ৪.১ মাত্রার মাঝারি ভূমিকম্প

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫৩

ওমানে ৪.১ মাত্রার মাঝারি ভূমিকম্প

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে রোববার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ১৫ ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কম্পনের বিষয়টি অভিহিত করতে সকালে পুলিশের কাছে অনেকে ফোন করেন। তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

এদিকে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ফিলিপাইন, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বাংলাদেশের সিলেটও মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠেছিল।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top