দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান: পাক প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৫৩
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, তার দেশ দেউলিয়া হয়ে গেছে। ইতিমধ্যে পাকিস্তান ঋণ খেলাপি হয়েছে। এজন্য সামরিক বাহিনী, আমলাতন্ত্র ও রাজনীতিবিদ-সহ সকল পক্ষকেই দায়ী করেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) শিয়ালকোটে একটি কলেজের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম ডন।
আরও পড়ুন: শেয়ারবাজারে সূচকের পতন
খাজা আসিফ বলেন,‘আপনারা হয়তো জানতে পেরেছেন যে পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে বা ঋণ খেলাপি হতে যাচ্ছে। তবে এটি ইতিমধ্যে হয়েছে। আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।’ নিজ পায়ে দাঁড়ানো একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য অতি-জরুরি।
তিনি আরও বলেন, 'আমাদের সমস্যাগুলোর সমাধান আমাদের দেশেই আছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সুরাহা নেই'। গত সাত দশক ধরে অভিজাতদের সংবিধান ও আইনের শাসনের প্রতি অবজ্ঞা থেকেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিষয়: পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেউলিয়া ঋণ খেলাপি আইএমএফ newsflash71 News Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।