করোনার টিকা নিয়ে মার্কিন চিকিৎসকের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ০১:১২
ফাইজারের করোনাভাইরাসের টিকা নেওয়ার ১৬ দিন পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৫৬ বছর বয়সী গ্রেগোরি মাইকেল নামের এক চিকিৎসক মারা গেছেন।
গত ১৮ ডিসেম্বর তিনি ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। তিনি সুস্থ ছিলেন। হঠাৎ টিকা দেয়ার ৩ দিন পর তার হাত ও পায়ে ছোট ছোট দাগ দেখা যায়। এ অবস্থায় তিনি মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে ভর্তি হন।
মাইকেলের স্ত্রী হিদি নিকেলম্যান জানান, মেডিকেল সেন্টারে ভর্তির পর তার ব্লাড কাউন্ট স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক নিচে নেমে যায়। সেখানে চিকিৎসকরা দুই সপ্তাহ ধরে মাইকেলের রক্তের প্লাটিলেট বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
তার স্ত্রী আরও জানান, মাইকেল খুবই সচেতন ও এনার্জেটিক ছিলেন। তার মৃত্যুর আগে একটি অপারেশন করার প্রয়োজন ছিল, কিন্তু এর আগেই তিনি স্ট্রোক করে মারা যান।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।