ডেইলি মেইলে কলাম লেখার চাকরি পেলেন বরিস জনসন

রাজিউর রেহমান | প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ২০:২০

ছবি: সংগৃহীত

সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্ট থেকে পদত্যাগের পর ফের সাংবাদিকতায় ফিরছেন। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল তাকে কলামিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে। পার্টিগেট কেলেঙ্কারির দায়ে ক্ষমতা হারানো সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি শনিবার পত্রিকাটির জন্য কলাম লিখবেন। শুক্রবার (১৬ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ডেইলি মেইল।

সাবেক প্রধানমন্ত্রী বরিসকে চাকরি দেওয়ার বিষয়ে ডেইলি মেইল বলেছে, “আপনি বরিস জনসনের ভক্ত হন বা না হন, ওয়েস্টমিনস্টারসহ (ব্রিটিশ পার্লামেন্ট) বিশ্বের লাখ লাখ মানুষকে তার লেখা পড়তেই হবে।”

গত ৯ জুন এক বিবৃতি দিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন জনসন। এর আগে পার্টিগেইট কেলেঙ্কারির কারণে ২০২২ সালে প্রধানমন্ত্রীত্বও ছাড়তে হয়েছিল তাকে।

তবে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর বিশ্বজুড়ে বক্তব্য দিয়েও তিনি লাখ লাখ পাউন্ড আয় করেছে বলেই ধারণা করা হয়।

জনসনের ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। টাইমসে কাজ করার সময় একজনের নামে মনগড়া এক বিবৃতি দেওয়ার কারণে পত্রিকাটি তাকে বহিষ্কারও করেছিল।

একসময় রাজনীতি আর সাংবাদিকতা একসঙ্গে চালিয়েছিলেন তিনি। সংসদ সদস্য এবং স্পেক্টেটর ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব একসঙ্গে সামলেছিলেন জনসন। এছাড়া প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ডেইলি টেলিগ্রাফে নিয়মিত কলামও লিখেছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top