যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় দেড় শতাধিক গাড়ি, নিহত ৭
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১১:২৯
যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কারণে একইসময়ে মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়েছে দেড় শতাধিক গাড়ি। ফলে ৮ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (২৩ অক্টোবর) সকালে লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক টাইমস ও সিবিসি নিউযে প্রকাশিত তত্থ অনুযায়ী, মঙ্গলবার (২৪ অক্টোবর) নিউ অরলিন্সের ঠিক বাইরে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট প্যারিশের আই-৫৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।এতে আহত ৬৩ জনের মধ্যে অন্তত ২৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
লুইসিয়ানা অঙ্গরাজ্য পুলিশের লেফটেন্যান্ট মেলিসা মেটে এক বিবৃতিতে জানিয়েছেন, কুয়াশার কারণে গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের পরপরই দুর্ঘটনাস্থলের একটি অংশে আগুন ধরে যায়। পরে সেখানে থাকা ‘বিপজ্জনক তরল’ বহনকারী একটি ট্যাঙ্কার-ট্রাক খালি করে ফেলা হয়।
লুইসিয়ানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের ‘সুপারফগের’ সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি।
কুয়াশা এতটাই ঘন ছিল যে, দৃষ্টিসীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে।
বিষয়: যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশা মহাসড়ক গাড়ি দুর্ঘটনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।