গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন জনপ্রিয় গায়ক
রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০৯
ঝলমলে মঞ্চ আর চারদিকে আলোকসজ্জা। সেই মঞ্চে মন মাতানো সুরে গান গাইছিলেন মাত্র ৩০ বছর বয়সী গায়ক পেড্রো হেনরিক। বাহারি আলো আর লাইভ মিউজিকে মজেছিলেন হাজারো দর্শক। কিন্তু সেই সময়েই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা।
ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করছিলেন পেড্রো হেনরিক। লাইভ চলছিল অনুষ্ঠানের সময়। সেই ভিডিওতে দেখা গেছে, পেড্রো তার মাইক্রোফোনটি দর্শকদের সামনে ধরে গান গাইতে অনুরোধ করেন। তবে যখন তিনি মাইকটি ফের মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় হঠাৎ করেই তিনি পেছনে পড়ে যান।
সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর। ব্রাজিলের ফেইরা দে সান্তানায় এই ঘটনা ঘটেছে।
পেড্রো হেনরিকের মৃত্যুতে শোকে পাথর তাঁর প্রিয়জনেরা। এক শোকবার্তায় অনুরাগীরা লিখেছেন, পেড্রো এক হাসিখুশি মানুষ ছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে। একজন ভাল স্বামী ও একজন ভাল বাবাও ছিলেন একই সঙ্গে। তোমার গলায় গান বাঁচিয়ে রাখবেন তোমার স্ত্রী ও তোমার শিশু সন্তান।
এর আগে কলকাতার নজরুল মঞ্চে ২০২২ সালে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে নির্মম মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন ভারতের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ঠিক একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো আবার!
বিষয়: গান মঞ্চ জনপ্রিয় গায়ক পেড্রো হেনরিক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।