মালিতে সোনার খনির সুড়ঙ্গ ধস, নিহত ৭৩
রাশেদ রাসেল | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৪, ১২:৪৭

বিশ্বের অন্যতম স্বর্ণ রপ্তানিকারক দেশ পশ্চিম আফ্রিকার মালি। খনির গভীরে একটি সুড়ঙ্গ (টানেল) ধসে পড়ার পর ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০০ জনেরও বেশি শ্রমিক তখন কাজে ব্যস্ত ছিল, হটাৎই ঘটে সুরঙ্গ ধসের ঘটনা।
স্বর্ণ খনির স্থানীয় কর্মকর্তা ওমর সিদিবে বলেন, ‘একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়েছিল। পৃথিবী তখন কাঁপতে শুরু করেছিল। ঐ মাঠে ২০০ জনেরও বেশি সোনার খনি শ্রমিক ছিল। অনুসন্ধান এখন শেষ। আমরা ৭৩ জনের মৃতদেহ পেয়েছি।’
মালির সরকার শোকগ্রস্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।