ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ মে ২০২৪, ১৩:৫৩
মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুতে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। এছাড়া আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করার ঘোষণা দিয়েছে দেশটি। খবর আল জাজিরার।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া মোহাম্মদ মোখবারকে রাইসির মতো সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। ২০২১ সালে রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট হন মোখবার।
২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন মোহাম্মদ মোখবারকে 'পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে' জড়িত থাকার কথা বলে নিষেধাজ্ঞাকারী ব্যক্তি ও সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করে। তবে দুই বছর পর তাকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়।
আজারবাইজানে একটি জলবিদ্যুত প্রকল্পের বাঁধ নির্মাণ উদ্বোধন শেষে রবিবার ইরানের তাবরিজে ফেরার পথে পাহাড়ি এলাকায় বৈরি আবহাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার।
দীর্ঘ তল্লাশি ও উদ্ধার অভিযান শেষে আজ সোমবার ইরান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। কপ্টারটি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। তাতে কোনো প্রাণের অস্তিত্ব নেই।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। বৃষ্টি ও ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকা অতিক্রমের সময় তাদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।