কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

Nasir Uddin | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১০:২৪

ছবি: সংগৃহীত

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। এর মাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের অবসান হল। শুক্রবার (১৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মার্ক কার্নি। এর আগে গত ১০ মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। নতুন প্রধানমন্ত্রী কার্নি এপ্রিলের শেষ দিকে কানাডায় নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন।

এদিন বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং তার ৩৭ সদস্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এরমাধ্যমে দেশটিতে অবসান হলো জাস্টিন ট্রুডো অধ্যায়ের।

মূলত কানাডায় এক অস্থির সময়ে কার্নি দায়িত্ব নিলেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দীর্ঘদিনের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলছে।

প্রায় এক দশক ধরে দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। এরপর গত রোববার (৯ মার্চ) সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে ৮৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন মার্ক কার্নি। দলীয় প্রধানই দেশটির প্রধানমন্ত্রী হয়ে থাকেন।

৫৯ বছর বয়সি মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। কার্নি এমন এক সময়ে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধের শঙ্কা তীব্র হয়ে উঠেছে।

জয়ী হওয়ার পরই এক বক্তৃতায় ট্রাম্পকে আক্রমণ করে কথা বলেন তিনি। বলেন, তিনি (ট্রাম্প) কানাডার ওপর শুল্ক আরোপ করেছেন এবং বলেছেন যে, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করতে চান। কিন্তু আমেরিকানদের কোনো ধরনের ভুল করা উচিত নয়। হকি খেলায় কানাডা যেমন জয়ী হয়েছে বাণিজ্য যুদ্ধেও তারা জয়ী হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top