ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ২১:০৭
ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ১৪ জন মারা গিয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার সময় কুরনুলের ন্যাশনাল হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, দুর্ঘটনার সময় বাসে ১৮ জন যাত্রী ছিলেন। মাদানাপাল্লি থেকে রাজস্থানের চিত্তর জেলার দিকে যাচ্ছিল ওই বাসটি। দুর্ঘটনার সময় বাসের ভেতরেই অনেকের মৃত্যু হয়েছে। মরদেহ বাস থেকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। চালক ঘুমিয়ে পড়েছিলেন কীনা বা টায়ার বিস্ফোরণ অথবা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ভারত বাস-ট্রাক ১৪ জনের মৃত্যু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।