মিয়ানমার: সু কির রিমান্ডের মেয়াদ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ২১:১৮
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু কির রিমান্ডের মেয়াদ প্রাথমিকভাবে সোমবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ধারণা করা হলেও তা বুধবার পর্যন্ত বলে জানিয়েছেন তার আইনজীবী।
রাজধানী নেপিডোতে সাংবাদিকদের তিনি একথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার সু কির রিমান্ড শেষ হওয়ার কথা ছিল; কিন্তু তার আইনজীবী খিন মুং জ গণমাধ্যমকে জানান, রাজধানী নেপিডোর একটি আদালতের একজন বিচারক জানিয়েছেন, তার রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত।
রিমান্ড শেষে শুনানির জন্য সোমবার সু কিকে আদালতে হাজির করা হবে বলে এর আগে ধারণা করা হচ্ছিল।
তার আইনজীবী বলেন, “আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নির চিঠি দিতে এবং জেলা জজের সঙ্গে আলোচনা করতে এখানে এসেছি। তার বক্তব্য অনুযায়ী, রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত, আজ না।”
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।