বাইডেনের সঙ্গে প্রথম দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ২০:৫৪
শীঘ্রই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সরাসরি আলোচনা অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইদ সুগা। খবর এএফপির।
শুক্রবার জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো নিয়মিত ব্রিফিংয়ের সময় এ খবর প্রকাশ করে সাংবাদিকদের বলেন, বিভিন্ন পরিস্থিতি অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী সুগা এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র সফর করবেন।
এ সফর হলে প্রধানমন্ত্রী সুগা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ পাওয়া প্রথম বিদেশি নেতা হবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত জো বাইডেন কোনো বিদেশি নেতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি।
সুগার সফরের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে জাপান ও মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সরকারিভাবে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।