মূর্খ হতে চলেছে বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ০০:৫৩
ওয়ান ক্যাম্পেইনের নতুন বিশ্লেষণ অনুসারে, বছরের শেষের দিকে বিশ্বের দশ বছরের বাচ্চাদের অর্ধেকেরও বেশি একটি বাক্য পড়তে ও বুঝতে অক্ষম হতে পারে।
বিশ্বব্যাংক, ইউনেস্কো এবং জাতিসংঘের জনসংখ্যার উপাত্ত পরিসংখ্যান বিভাগ অনুযায়ী ২০২১ সালে ৭০০ মিলিয়ন শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে দারিদ্র্য বিরোধী সংস্থাটি আশঙ্কা করছে।
প্রতিবেদন অনুসারে, করোনা মহামারি বিশ্বব্যাপী মোট শিশুদের ১৭ শতাংশ শিক্ষার সঙ্কটের শিকার হয়ে পড়েছে। যা একটি প্রজন্মের সম্ভাবনাকে ব্যাহত করতে পারে।
করোনাভাইরাস না ছড়ানোর চেষ্টায় বিশ্বব্যাপী স্কুলগুলি দীর্ঘসময়ের জন্য বন্ধ রয়েছে। এই বন্ধে অনলাইন ক্লাসই একমাত্র ভরসা। কিন্তু প্রযুক্তিগত জ্ঞানেরে এবং সুবিধার অভাবে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশ গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।
জাতিসংঘের অনুমান যে প্রায় ৫০০ মিলিয়ন শিশু, বিশেষত দরিদ্র দেশ বা গ্রামীণ অঞ্চলের শিশুরা শিক্ষা কার্যক্রম থেকে বাদ পড়ছে। বিশেষত আফ্রিকা এবং এশিয়াতে শিক্ষার সঙ্কটটি শক্তভাবে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।