বিশ্বের সেরা ধনী ফুটবলার এখন মেসি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৩
নিজস্ব প্রতিবেদক:
ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় ২০২০ সালের ফুটবল তারকার মধ্যে শীর্ষস্থানে লিওনেল মেসি। বার্ষিক ১২.৬ কোটি ইউএস ডলার আয় তার। দুই নম্বরে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আয় ১১.৭ কোটি ইউএস ডলার। এই দুইজনের পরেই রয়েছেন নেইমার। আর চার নম্বরে কিলিয়ান এমবাপে।
লিভারপুল তারকা সালাহ সর্বোচ্চ আয়ে আছেন পঞ্চম স্থানে। পরের স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা। দশম স্থানে ওল্ড ট্রাফোর্ডের গোলরক্ষক ডি গিয়া। বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যান আছেন সাতে এবং নবম স্থানে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কি।
২০১৯ সালের প্রতিবেদনেও সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় প্রথম তিনজন ছিল একই স্থানে। তবে এমবাপে এক লাফে উঠেছেন তিন ধাপ। ২১ বছর বয়সীর বার্ষিক আয় এখন ৪.২ কোটি ডলার। সেরা দশে লা লিগা ও প্রিমিয়ার লিগ থেকে আছেন তিনজন করে। বুন্দেসলিগা ও সিরি আর একজন এবং লিগ আঁ থেকে আছেন দুইজন।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।