রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

সিরিয়ার বিমানঘাঁটিতে ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৭

ইসরাইলী ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক। নিউজফ্ল্যাশ৭১.কম

সিরিয়ায় আবারও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার রাত ১০টা ২৩ মিনিটে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটির ওপর ইসরাইল নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা পারসটুডে জানায়,  সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-তানফ এলাকা থেকে সেদেশের টি-ফোর বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানার রিপোর্টে বলা হয়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং কেবলমাত্র কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার ঠিক দু’দিন আগে ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। সেই হামলায় দুই সেনা নিহত এবং সাতজন আহত হন। অধিকৃত গোলান মালভূমি থেকে সোমবার ওই হামলা পরিচালনা করে ইসরাইলি বাহিনী।

জুআসা/এমকে/এনএফ৭১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top