মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

শিমুলিয়া-বাংলাবাজার উভয়পাড়ে যাত্রীর চাপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ১৭:৪৪

শিমুলিয়া-বাংলাবাজার উভয়পাড়ে যাত্রীর চাপ

কঠোর বিধিনিষেধের ৮ম দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয়পাড়ে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে।

তবে ঢাকা ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের তুলনায় বাংলাবাজার ঘাট দিয়ে দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ বেশি রয়েছে।

এর আগে গতকাল বেলা ১২টার দিকে পদ্মায় প্রবল বাতাস, প্রচুর ঢেউয়ে বৈরী আবহাওয়ার কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে দুপুর পৌনে ৩টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চালু হয়।

যাত্রীরা নদী পাড় হয়ে গণপরিবহন বন্ধ থাকায় সিএনজি, পিকাপভ্যান সহ বিভিন্ন যানবাহনে করে গন্তব্যে পৌছান। এতে যাত্রীদের গুণতে হচ্ছে চড়া ভাড়া। পরছেন ভোগান্তিতে। এতে বিভিন্ন কারণ দেখাচ্ছেন যাত্রীরা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top