শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ঢাকা ফিরতি মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ আগষ্ট ২০২১, ২০:৪১
চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ঢাকায় ফিরতি যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারের ঢল। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।
মঙ্গলবার (৩ আগস্ট) সকাল থেকে শিমুলিয়া ঘাটে দেখা গেছে যান ও যাত্রীদের উপচেপড়া ভিড়। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে সকাল থেকে ৪টি রো রো ও ৬টি কেটাইপসহ মোট দশটি ফেরি সচল আছে। বিধিনিষেধ উপেক্ষা করেই পারা হচ্ছে শতশত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি।
জিয়াসমিন সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাধ্য হয়ে ঢাকায় ফিরছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের গার্মেন্টস খুলছে। বাধ্য হয়েই ঢাকা যেতে হচ্ছে। না গেলে তো চাকরি থাকবে না।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, নৌরুটে ছোট-বড় মিলিয়ে দশটি ফেরি চলাচল করছে। শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী যাত্রীর সংখ্যা কম। ঘাটে যানবাহনের উপস্থিতি রয়েছে দেড় শতাধিক। গাড়ির চাপ কম থাকায় জরুরি প্রয়োজনে যেসব গাড়ি পারাপারের জন্য আসছে, তাদের অপেক্ষা করতে হচ্ছে না।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।