• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কোটালীপাড়ায় এতিমখানার শিশুদের মাঝে জ্ঞানের আলো পাঠাগারের কম্বল বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ০৩:২০

কোটালীপাড়ায় এতিমখানার শিশুদের মাঝে জ্ঞানের আলো পাঠাগারের কম্বল বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শিশুর হাতে কম্বল তুলে দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, যুবলীগ নেতা লিটন শেখ, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সদস্য আজিজুল ইসলাম, সহ-সভাপতি নাহিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, টিম লাইফ সাপোর্ট এর টিম লিডার রিফাত, রাশেদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে প্রতি বছর অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবার উপজেলার এতিমখানাগুলোর শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, শিক্ষা উন্নয়নের পাশাপাশি  আর্তমানবতার সেবায় একটি রোল মডেলে পরিণত হয়েছে জ্ঞানের আলো পাঠার। ফেসবুক ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করা যায় তা দেখিয়ে দিয়েছে এই সংগঠনটি।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top