কোটালীপাড়ায় ১১৮ ইউপি সদস্যের শপথ গ্রহণ

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২, ০৪:১৬

কোটালীপাড়ায় ১১৮ ইউপি সদস্যের শপথ গ্রহণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ১০ টি ইউনিয়নের ১১৮ ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এ শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান , পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু , মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজারুল আলম পান্না।

কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহামুদ কালু উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিকেলে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা কোটালীপাড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top