কোটালীপাড়ায় স্বাস্থ্যসম্মত হোটেল পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ০৫:২১
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাস্থ্যসম্মত হোটেল পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাইকার সহযোগিতায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণটির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, বাপার্ডের পরিচালক মোঃ মাহামুদুন্নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, ডাঃ সবুজ বিশ্বাস, সাংবাদিক মিজানুর রহমান বুলু, ফ্যাফে ৭১এর পরিচালক পলাশ সরদার, চাং পাং রেস্টুরেন্টের পরিচালক বশির আহম্মেদ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, কোটালীপাড়া উপজেলার প্রতিটি হোটেলে নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশন করতে হবে। আর এই নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের জন্যই আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। এই প্রশিক্ষণের পরে উপজেলার প্রতিটি হোটেল মালিককে সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যসম্মত ভাবে হোটেল পরিচালনা করতে হবে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: গোপালগঞ্জ কোটালীপাড়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।