বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হিলিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

হিলি থেকে | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০১:৪৯

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হিলিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

দিনাজপুরের হিলিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ।

সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,আওয়ামীলী, পানামা পোর্ট, উপজেলা সেচ্ছাসেবকলীগ,বিভিন্ন স্কুল ও কলেজ। পরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার লিয়াকত আলী,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম.উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসনিন অর্পাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ভাষণ,আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে স্কুল কলেজ এর শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top