দুই দফা দাবীতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের বিক্ষোভ

পার্বতীপুর থেকে | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৯:৩৪

দুই দফা দাবীতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনভাতা প্রদান ও শ্রমিকদের স্ব স্ব কর্মস্থলে যোগদান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করেছেন দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকরা পূর্ব ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিন খনির প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পুলিশি প্রহরায় বিক্ষোভ মিছিলটি বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র ও কয়লাখনি এলাকার রাস্তা প্রদক্ষিণ শেষে খনির দক্ষিন গেটে গিয়ে সমাবেশ করে।

এসময় বক্তব্য দেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ অনেকে। বক্তারা বলেন, শ্রমিকদের পূর্ব ঘোষিত ৭২ ঘন্টার কর্মসূচি শেষ হলেও খনি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন সুরাহা করেনি। তাই আগামী ২৪ এপ্রিল পুনরায় স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবী আদায় না হলে পরিবার পরিজন নিয়ে কঠোর আন্দোলনের ঘোষনা দেন শ্রমিক নেতৃবৃন্দ।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top