কোটালীপাড়ায় রোভিং সেমিনার
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১০:৪০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষিতে কৃষি আবহাওয়া তথ্যের গুরুত্ব বিষয়ক দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইউষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মিলন বক্তব্য রাখেন।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: গোপালগঞ্জ রোভিং সেমিনার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।