বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২২, ০৪:২৫

বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

সাতদিন বন্ধের পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লা খনির নতুন কূপ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলণ শুরু হয়। পরীক্ষামূলক উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই পর্ণাঙ্গ উত্তোলনের প্রস্তুতি নিতে কাজ করছিলেন শ্রমিকরা। জুলাই মাসের শেষের দিকে খনিতে কর্মরত প্রায় ৫২ চীনা ও বাংলাদেশি শ্রমিক করোনায় আক্রান্ত হন। এসময় করোনার সংক্রমণ রোধে খনি কর্তৃপক্ষ কয়লা উৎপাদন বন্ধ ঘোষণা করেন।

ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সরকার জানান, করোনা পরিস্থিতি কিছুটা ম্যানেজ করে গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চীনের শ্রমিকরা এক শিফটে কয়লার উত্তোলন শুরু করেছেন।

তিনি আরও জানান, খনিতে বর্তমানে চীনের ৩০০ ও বাংলাদেশের ১৩৮ জন শ্রমিক কাজ করছেন।

সাইফুল ইসলাম সরকার জানান, শনিবার ৭১জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে চীনের তিন শ্রমিক করোনা পজেটিভ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top