নৌ-শ্রমিকদের কর্মবিরতিতে যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৪:২০

নৌ-শ্রমিকদের কর্মবিরতিতে যাত্রীদের ভোগান্তি

১০ দফা দাবিতে নৌ-শ্রমিকদের ডাকা কর্মবিরতির ফলে বরিশালে নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।

রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে বরিশাল নদীবন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। এতে করে বিপাকে পড়েছেন নৌ-যাত্রীরা। অনেক যাত্রী ঘাটে এসে লঞ্চ চলাচল বন্ধ দেখে হতাশা প্রকাশ করেছেন। ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করেও মিলছে না গন্তব্যে যাওয়ার লঞ্চ।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার জানিয়েছেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে সারাদেশে এ কর্মবিরতি শুরু করেছে নৌ-শ্রমিকরা। ফলে গত রাত ১২টা থেকে সারাদেশের সাথে বরিশাল বিভাগে সকল ধরনের পণ্যবাহী ও যাত্রীবাহী নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির এ আন্দোলন লাগাতার চলবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top