বৃহঃস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১

কোনো ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি

রায়হান রাজীব | প্রকাশিত: ২ জুলাই ২০২৪, ১৮:৩৪

ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে পুলিশের সাবেক আইজিপি বেনজীর ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইস্যুতে কথা বলতে গিয়ে আইজিপি বলেন,‘কোনো পুলিশ সদস্যের দুর্নীতির দায় বাহিনী নেবে না। আইন অনুযায়ী সবার অভিযোগে তদন্ত হবে।’

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, কখনো কোনো ব্যক্তির অপকর্মের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী হিসেবে নেবে না। যেকোনো ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। কোনো কিছুকে আমরা খাটো করে দেখি না। ফলে এই ইস্যুতেও (বেনজির) যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।’

প্রধান অতিথির বক্তব্যে পুলিশের আইজি বলেন, ‘অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ বাহিনীতে যুক্ত করা হচ্ছে।উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে। যাতে পুলিশ বাহিনী গৌরবের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।’

পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ বসে নেই, তারা কাজ করছেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’

এর আগে, আজ সকালে রাজশাহীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আরএমপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর বর্ণাঢ্য র‍্যালিতেও অংশ নেন তিনি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top