রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

স্বল্প দূরত্বের ট্রেন চলাচল বন্ধ

মেহেদী হাসান | প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১৪:০২

ছবি: সংগৃহীত

স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলাচলের কথা ছিল আজ। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, আজ স্বল্প দূরত্বের কয়েকটি ট্রেন চলাচলের কথা ছিল। কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সকাল থেকে একটি ট্রেনও স্টেশন ছেড়ে যায়নি।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। রেল সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বুধবার (২৪জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেছিলেন, কারফিউ শিথিল সময়টাতেই তারা স্বল্প দূরত্বের ট্রেন চালাবেন। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী আগামীকাল (আজ) ট্রেন চালানোর বিষয়ে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top