বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, জনমনে আতঙ্ক

রায়হান রাজীব | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৪, ১৪:৫১

ছবি: সংগৃহীত

পাহাড়ি-বাঙ্গালী সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় খাগড়াছড়িতে এখনো ১৪৪ ধারা বলবৎ রয়েছে। একদিন পেরোলেও সেখানকার বাসিন্দাদের মাঝে এক ধরনের ভয়-আতঙ্ক কাজ করছে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। দোকানপাট এখনো সব বন্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে আছেন।

ঘটনার সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার দুপুরে। খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানকে পিটিয়ে হত্যা করে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা।

ওই স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েক জায়গায় পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে সংঘর্ষ হয়। কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করার পাশাপাশি পোড়ানোও হয়। এতে কয়েকজন আহত হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তীতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জানা গেছে, বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। পরে সেই মামলা থেকে খালাসও পেয়েছিলেন তিনি। সূত্র : বিবিসি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top