আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাটাকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল
রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৫

আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২২ নভেম্বর) রাত ৯টায় যশোর বিডি হলে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের পরিপ্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যত দ্রুত হবে, ততই দেশের মানুষের কাছে অবাধ ও আস্থার হবে। পেশাজীবীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করতো না। তারা গণতান্ত্রিক দল নয়, তাদের খোলসটা ছিল গণতন্ত্রের।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাটাকে ধ্বংস করেছে। একাত্তরের মাধ্যমে দেশের মানুষ একটি গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ গঠন করতে চেয়েছিল। সেটাকে ধ্বংস করা হয়েছে। ৭১ বাদ দিয়ে কোনো চিন্তা করা সম্ভব না।
বিএনপির মহাসচিব বলেন, ‘ছাত্ররা বিপ্লবী সরকার গঠন করলে আমাদের কিছু বলার ছিল না। কিন্তু এটা সাংবিধানিক সরকার। আপিল বিভাগ থেকে অনুমতি নিতে হবে। ফলে সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন দিতে হবে দ্রুত।’ সভার শুরুতে বিএনপি মহাসচিব ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। একইসাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পক্ষে সহযোগিতা প্রদান করেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।