আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৬
শাকিল খান | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৭
চট্টগ্রামে আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হাতে খুন হওয়া সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আইনি অগ্রগতি জানিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়। এক বার্তায় বলা হয়েছে, ভিডিও দেখে সন্দেহভাজন অন্তত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ভিডিও ফুটেজ থেকে ছয়জনকে শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রম মহানগর পুলিশ (সিএমপি)।
হত্যার ভিডিও ফুটেজ সামাজিকমাধ্যম মুহুর্তে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একদল উগ্রবাদী বিক্ষোভকারীদের হামলায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন আইনজীবী আলিফ। তার ঘাড় এবং মাথা থেকে ক্রমাগত রক্ত ঝরছে। কিন্তু এরপরও তার ওপর নির্মম হামলা চালিয়ে যান চিন্ময় দাসের অনুসারীরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।