আওয়ামী লীগ ডামি সরকার বলেই সামান্য ফু দিতেই উড়ে গেছে: ডা. শফিকুর রহমান

রাজীব রায়হান | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। আওয়ামী লীগের চ্যাপ্টার এবার সম্পূর্ণ সমাপ্ত। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা ফিরে আসেনি। এরা ডামি সরকার বলেই সামান্য ফু দিতেই উড়ে গেছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীরে জামায়াত বলেন, যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তছরূপ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জনগণের টাকা লুটপাট করেছে এবং সেই টাকা দেশের বাইরে পাচার করেছে। বিগত সাড়ে ১৬ বছরে ২৬ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পরস্পরের পাশাপাশি আছি। কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের সৌন্দর্য নষ্ট করতে চায়। সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে এই দেশটাকে দুভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে দেওয়া হয়েছে। আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানি না। আমরা সবাই এদেশের নাগরিক।

জামায়াত আমির বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্ববোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতকারী, দুর্নীতিবাজ থাকবে না।

কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না। কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না। শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ সর্বক্ষেত্রে সমান্তরাল সমৃদ্ধ করে জাতিকে সাজানো বাগানের মতো দেশ উপহার দেব ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে বের হয়ে আসতে হবে। যারাই আপনাদের এ ধরনের সর্বনাশ করবে, তাদের নামটা প্রকাশ করে দেন। সেই ব্যক্তি আমি হলে আমার নামটাও বলে দেবেন। আরো একটু বড় গলায় বলবেন, বড় অক্ষরে লিখে দেবেন আমার নাম। সমাজের ভন্ডদের পরিচয় করিয়ে দেয়া উচিত। কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দূষ্কর্ম করতে পারে না।

আমীরে জামায়াত বলেন, এই দেশটা আমাদের সবার। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই দেশকে ভালবাসবো। সবার আগে শিক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নেব। গত রোববার রাতে দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে দিনাজপুরের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর আরো বলেন, জামায়াত কোনো দিন ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষার দিকে নজর দেয়া হবে। আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top