সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী- পিএসসি হাফিজুর

কোম্পানীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৫, ১৭:০৯

সিলেট ব্যাটালিয়ন ৪৮বিজিবি

সিলেট ব্যাটালিয়ন ৪৮বিজিবি'র' অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান- পিএসসি বলেন, দেশের সার্থে বিজিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও সীমান্ত রক্ষায় মানুষের পাশে থেকে বিজিবি সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। বলা চলে বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। তাই সকল ক্ষেত্রে সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী।


সিলেটের কোম্পানীগঞ্জে সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ ও সীমান্তবর্তী এলাকার গরীব অসহায় ও দুস্থদের মাঝে ৩'শ হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।


তিনি আরোও বলেন, গত ৫৪ বছরে ২০২৪ সালের জুলাই- ডিসেম্বর মাসে মোট ছয় মাসে ৪৮ বিজিবি কর্তৃক রেকর্ড সংখ্যক ১ শত ১৫ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। পরিশেষে বলেন, সকলকে প্রচলিত আইন মেনে চলার, সৎ জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজিবিকে প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহযোগিতা করার অনুরোধ জানান।


মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যায় মাঠে সিলেট ব্যাটালিয়ান (৪৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট মোঃ শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল জলিল, ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী ও উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ফখরুল ইসলাম মাসরূর ও আব্দুল আউয়াল প্রমুখ।

সম্পাদনা: রাহুল রাজ




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top