কোছাপের ৪ দশক পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৫, ১৪:২৪
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ- কোছাপ এর ৪ দশক পূর্তি ও কোছাপ মেধাবৃত্তি প্রদান এবং এম তৈয়বুর রহমান আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, কোছাপের প্রতিষ্ঠাকালীন সভাপতি অ্যাডভোকেট বদরুল আলম, সাধারণ সম্পাদক ও মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রণক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেইন, মাস্টার আবুল খায়ের, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুর্শেদ আলম, কোছাপের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন, সাবেক নেতা শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, আজিজুর রহমান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নুর আহমদ, শিবির নেতা মইনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোছাপের প্রচার সম্পাদক লবীব আহমদ ও কোরআন তিলাওয়াত করেন সদস্য আরিফুর রহমান।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কোছাপের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।