নেত্রকোনায় অতিরিক্ত দামে সার বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টি করায় মানববন্ধন
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৫, ১৬:০৬
জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে রবিবার (২৬ জানুয়ারী) সকাল ১১ টায় বোরো মৌসুমের শুরু থেকেই অতিরিক্ত দামে সার বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলন নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোনায়েম খান, সঞ্চালনায় ছিলেন সংগঠনটির নেত্রকোনা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য প্রযুক্তিবিদ আসাদুজ্জামান তালুকদার।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম.মুখলেছুর রহমান খান, এনটিভির সাংবাদিক ভজন দাস, বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলার সভাপতি শামীম তালুকদার, কবি আনিসুর রহমান বাবুল, কৃষক পরিবারের সন্তান অন্তর মিয়া, কৃষক আব্দুস সালাম, কৃষক আউলাদ হোসেন, কৃষক চান মিয়াসহ নানা শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, অতি দ্রুত সারের কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারাকারীদের বিরুদ্ধে জরুরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।