নেত্রকোনায় এক ব্যক্তির লাশ উদ্ধার
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:০৩
ইমরান নামক ব্যক্তির মরদেহ
নেত্রকোনা জেলার সদর থানার মদনপুর এলাকা থেকে রোববার সকালে ইমরান নামক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। ইমরান ফারাস (২৯) সদর উপজেলার মদনপুর পশ্চিমপাড়া গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান শনিবার রাত ১০টার দিকে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বের হন। রোববার সকালে পথচারী লোকজন নেত্রকোনা-কেন্দুয়া আঞ্চলিক মহাসড়কে মদনপুর জনৈক সঞ্জু মিয়ার ফিশারীর পার্শ্বে একটি লাশ দেখতে পায়। পথচারী লোকজন সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ইমরানের ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।
নিউজ ফ্ল্যাশ ৭১ কে নেত্রকোনা মডেল অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইমরান ফারাস নামক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়না তদেন্ত জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ছায়া তদন্ত স্বরুপ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।