নিউজ ফ্ল্যাশ ৭১ এর নেত্রকোনা প্রতিনিধি পিয়াসের মায়ের মৃত্যু

বার্তা বিভাগ | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫১

পিয়াসের মায়ের মৃত্যু

নিউজ ফ্ল্যাশ ৭১ এর নেত্রকোনা প্রতিনিধি পিয়াস আহমদের মা রাবিয়া আক্তার (৭৫) মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন তিনি অসুস্থ হয়ে বাসায় শয্যাশায়ী ছিলেন। নেত্রকোনায় সদর উপজেলার জয়শিদ গ্রামের নিজ বাড়িতে মঙ্গলবার দুপুর ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুত্যকালে তিনি ৫ ছেলে ১ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাবিয়া আক্তারের মৃত্যুতে নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রস্টির সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ, ৬নং লক্ষীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজা ও নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজসহ আরও অনেকেই তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে ছেলে পিয়াস আহমদ তাঁর মা'র পরকালের শান্তির জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।


সাংবাদিক পিয়াস আহমদের মা ১৯৮৩ সাল থেকে সরকারী সফল ধাত্রী ছিলেন। তিনি স্বেচ্ছায় ডেলিভারী কাজসহ শিশুদের ঠিকাদানে বিশেষ অবদান রেখেছেন। তিনি প্রায় ২০০০ গর্ভবতী নারীর ডেলিভারিতে নেতৃত্ব দেন। তিনি ২০১২ সালের স্ট্রোক করে প্যারালাইসিসে আক্রান্ত হন।


তার মৃত্যুতে নিউজ ফ্ল্যাশ ৭১ পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহপাক তাঁকে বেহেস্ত নসীব করুন। মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top