শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

অপারেশন ডেভিল হান্টে নেত্রকোনা মডেল থানায় গ্রেফতার ১২

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৪৬

অপারেশন ডেভিল হান্টে নেত্রকোনা মডেল থানায় গ্রেফতার ১২

গত ২৪ ঘন্টায় নেত্রকোনা মডেল থানা ও নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখার পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সবাই আটপাড়া উপজেলা ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া ১২ জনকে বিভিন্ন মামলার তদন্তে সন্দিগ্ধে আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে বুধবার বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আওয়ামীলীগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতারকৃতরা হলেন, আটপাড়া উপজেলা আ.লীগের সহ সভাপতি ও নুলেশ্বর ইউপি চেয়ারম্যান শাহজাহান কবির (৬৩), উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শুনই ইউপি চেয়ারম্যান রোকন উজ্জামান রোকন (৫০), উপজেলা আ.লীগের সদস্য ও তেলিগাতী ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র দাস (৬৫), উপজেলা আ.লীগের সহ সভাপতি ও দুওজ ইউপি চেয়ারম্যান সায়েদুল হক তালুকদার (৭৩), তেলিগাতী ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান বিদ্যা (৫১), দুওজ ইউপি সদস্য ও ইউপি যুবলীগ সদস্য আক্কাছ মিয়া (৫৪), সুখারী ইউনিয়ন যুবলীগের সদস্য শাহ্ আলম (৪৬), ইউনিয়ন যুবলীগ সদস্য সুমন খন্দকার (৪০), লিংকন (৪৪), আরমান (৩১), আজহারুল (৩৮) এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রাহাত বিশ্বাস (৩৭)।


থানা পুলিশ সূত্রে বলছে গ্রেফতারকৃতরা সবাই বিগত আওয়ামী স্বেরাচারী সরকারের আমলে স্বেরাচারী সরকারি দলের দোসর হিসেবে কাজ করেছে এবং দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।

আসামীদের পরিবারের লোকজন বলছে গ্রেফতারকৃতরা সবাই আটপাড়া থানার বিস্ফোরক আইনের মামলায় জামিন লাভ করে জেলখানা থেকে মঙ্গলবার সন্ধ্যার পর বের হলে শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদেরকে আটক করেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top