শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

আটপাড়া উপজেলা চেয়ারম্যান খায়রুলসহ গ্রেফতার ৩

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২০

চেয়ারম্যান খায়রুল

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোনা মডেল থানার ও নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখার পুলিশ শহরের কুরপাড় এলাকা থেকে গ্রেফতার করেছে। আটক সবাই আটপাড়া উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের পদধারী নেতা।

আটক ব্যক্তিরা হলেন, আটপাড়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি মোজাম্মেল হক, উপজেলা আ.লীগের সদস্য বিধান কুমার সরকার।

আটক ব্যক্তিরা আটপাড়া থানার বিস্ফোরক আইনের একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেত্রকোনা কারাগার থেকে বের হন।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ বলেন, আটপাড়া উপজেলা আ.লীগের চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top