বগুড়ার শেরপুর চালকের কবজি কেটে অটোরিক্সা ছিনতাই
শেরপুর(বগুড়া) প্রতিনিধি | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৩৬
বগুড়ার শেরপুরে হাতের কবজি কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শেরপুর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুরুতর আহত অটোরিকশা চালক উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. নাহিদ হোসেন।
জানা যায়, পৌর শহরের ধুনট মোড় থেকে যাত্রীবেশে এক ছিনতাইকারী কলেজ রোড যাওয়ার কথা বলে অটোরিক্সায় উঠে। অটোরিক্সাটি উপজেলা পরিষদের মূল ফটকের সামনে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারী চালকের ডান হাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। রাস্তায় চলাচলকারী স্থানীয় কয়েকজন গুরুতর জখম অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে শেরপুর পুলিশ ফাঁড়ির এটিএসআই সাফিরুল ইসলাম সেখানে পৌঁছে আহত অটোরিক্সা চালককে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানায়, ওই অটোরিক্সা চালকের ডান হাতের কবজি পুরোটাই কেটে অল্প একটু চামড়ার সাথে লেগে আছে এবং বাম কানের ঠিক উপরে মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিক্সা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।