সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

১৭ বছর পর লাখো মানুষের ভালোবাসায় সিক্ত:সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:১৭

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

১৭ বছর কারাবরণ শেষে রোববার নিজ জেলা নেত্রকোনায় ফেরেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা বিএনপি শহরের মোক্তারপাড়া মাঠে গণ সংবর্ধনার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা: আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী।

সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু তাহের তালুদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ আরও অনেকেই।

লাখো মানুষের অপেক্ষার প্রহরে বিকাল ৫ টায় মঞ্চে আগমন করেন বাবর। মঞ্চে যাওয়া পথে লাখো নেতা-কর্মী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে হাত নাড়া দিয়ে তাঁকে স্বাগত জানান তাঁদের প্রাণ প্রিয় নেতা বাবরকে। ওই সময় তিঁনিও সবাইকে হাত নাড়িয়ে, অনেকের সঙ্গে হ্যান্ডশেক ও কোলাকুলি করে হৃদয়ের গভীর ভালোবাসা প্রকাশ করেন।

বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন ভাটি বাংলার সিংহ পুরুষ নামে খ্যাত লুৎফুজ্জামান বাবরকে।


বরণ করার পর নেতা-কর্মী ও জনতার উদ্দেশ্য বাবর বক্তব্য রাখেন বাবর। বক্তব্যে তিঁনি বলেন, মিথ্যা মামলায় আওযামীলীগ সরকার আমাকে বিভিন্ন মামলায় ১৭ বছর জেল খাটিয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় আমাকে মৃত্যুদন্ড সাজা দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি সবগুলো মামলা থেকে খালাস পেয়েছি।


তিঁনি আরও বলেন, দেশে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রে নেতাকর্মীদের পা না দেওয়ার আহবান জানান বাবর। অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, দ্রুত নিবর্বাচন দিন।বিএনপি নির্বাচনে জয়লাভ করলে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানসহ নেত্রকোনা জেলার উন্নয়নের কথা বলে সকলের নিকট বেগম খালেদা জিয়ার, তারেক রহমান ও তাঁর নিজের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন বাবর।

পরে তিঁনি সদর উপজেলার মদনপুরে অবস্থিত হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমি (রঃ) মাজারে গিয়ে মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে উপস্থিত জনতার উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সেখানে বক্তব্যে বলেন, মাজারের উন্নয়ন বা অন্য যেকোন কাজের জন্য তাঁর নিকটতম লক্ষীগঞ্জ ইউনিয়নের সাবেক ৩বারের চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা এঁর সাথে যোগাযোগ রাখতে বলেন।

তারপরে তিঁনি নিজ বাড়ি মদন পৌরসভার বাড়ি ভাদেরা গ্রামে যান। এসময় আমজনতা প্রিয় নেতাকে দেখার জন্য নেত্রকোনা-মদন পাকা সড়কের দুপাশে ৮-১০ কিলোমিটার রাস্তায় অধীর আগ্রহ হয়ে দাঁড়িয়ে থাকেন। তিঁনি গাড়ীর উপরে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সবাইকে কুশল বিনিময় করেন। রাত ১০ টার দিকে নিজ বাড়িতে ফিরে উপস্থিত নেতা-কর্মীসহ স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন বাবর।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top