মদনপুর ইউপি চেয়ারম্যান দিলীপসহ তার ভাই দিপুল কারাগারে
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৫, ১৪:৩৭

নেত্রকোনা সদর উপজেলার ১২নং মদনপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য কামরুজ্জামান ফারাস দিলীপ সহ তার সহোদর ছোট ভাই যুবলীগ নেতা মাহাবুল আলম ফারাস দিপুলকে আদালত ০১ (এক) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার।
রিমান্ডপ্রাপ্ত আসামী দিলীপ চেয়ারম্যান ও তার ভাই দিপুলকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) চম্পক দাম।
মদনপুর পূর্বপাড়ার মৃত দলিল উদ্দিন ওরফে জুলহাস ফারাস এর ছেলে দিলীপ ও দিপুল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তাদেরকে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে পৌর শহরের পারলা বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ ২৫ ফেব্রুয়ারি দুপুরে আদালতে প্রেরণ করা হয় তাদেরকে।
০১ (এক)দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। পরে ওই দিন বিকালে আদালত থেকে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।