রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণ, আটক ব্যক্তির স্বীকারোক্তি প্রদান

মুন্সীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৫, ১৯:২৮

মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণ, আটক ব্যক্তির স্বীকারোক্তি প্রদান

মুন্সীগঞ্জে খাবার ও বেলুন কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আলী চোকদার (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে ৯৯৯ এ স্থানীয়দের মাধ্যমে ফোন পেয়ে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা করা হয়েছে।

সে টঙ্গীবাড়ী উপজেলার সেরাজাবাদ গ্রামের মৃত ইসমাইল চোকদারের পুত্র। তিনি পশ্চিম মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন। আটকের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ সাইফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভুক্তভোগী ৮ এবং ১০ বছরের দুই শিশু পরিবারের সাথে পশ্চিম মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত ২ মার্চ ৩ টার দিকে খাবার ও বেলুন কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া ঘরে নিয়ে ওই শিশুদেরকে ধর্ষণ আলী চোকদার। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত ৭ই মার্চ শুক্রবার রাতে স্থানীয়রা ধর্ষককে আটক করে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। এই ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়।

এ ঘটনার সর্বশেষ তথ্য জানতে চাইলে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ভুক্তভোগী দুই শিশুকে শনিবার ৮ই মার্চ মেডিকেল রিপোর্ট করা হয়েছে। এই রিপোর্ট আরোও ২ দিন পর পাবো। আটক আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

আদালত সুত্রে জানাগেছে, আটক শিশু ধর্ষণকারী বৃদ্ধকে শনিবার পুলিশ আদালতে পাঠায়। এসময় আদালতে ধর্ষণকারী তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুরদানা রহমান অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করেন। পরে অভিযুক্ত বৃদ্ধকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top