খালিয়াজুরীর ধনু নদ থেকে ৩ জনের লাশ উদ্ধার
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৩:৪৫

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় শনিবার দুপুরে ইজারাকৃত ফিসারিতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এলাকাবাসী ও মাছ শিকারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষের সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় ধনু নদ পাড় হতে গিয়ে ০৫ জন নিখোঁজ হয়। সোমবার বিকালে নিখোঁজ ৩ ব্যক্তির লাশ ধনু নদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে লাশ উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, জেলার মদন উপজেলার বাগজান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রুকন মিয়া (৪৫), আটপাড়া উপজেলার রুপচন্দ্রপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে শহিদ মিয়া (৪৮) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩২)।
সোমবার দুপুরে ধনু নদে লাশগুলো ভেসে উঠলে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
লাশ উদ্ধারের বিষয়টি নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার, সাহেব আলী পাঠান নিশ্চিত করেছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।